এই মুহূর্তে কলকাতা

আগামী ১২ই মার্চ নবান্ন থেকেই ভার্চুয়ালি কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।


কলকাতা, ৮ মার্চ:- লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ মার্চ নবান্ন থেকেই ভার্চুয়ালি এই সব প্রকল্পের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব বি পি গোপালিকা। সেই বৈঠকের পর মুখ্য সচিব জানান, আগামী ১২ মার্চ বেশ কয়েকটি জেলায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকরা যেন প্রস্তুত থাকেন। কোথায় ও কীভাবে এই অনুষ্ঠান হবে সেবিষয়টি জানিয়ে দেওয়া হবে। একইসঙ্গে মুখ্য সচিব এদিন স্পষ্ট নির্দেশ দেন, ‘নির্বাচনের সময় কোথাও যেন কোনও হিংসা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।

কোনও হিংসা ছাড়াই শান্তিপূর্ণ ভোট করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। সেইভাবেই আপনাদের পদক্ষেপ করতে হবে।’ একশো দিনের কাজের টাকা জব কার্ড হোল্ডাররা ঠিক মতো পেয়েছেন কিনা, এদিন সেই বিষয়টিও জেলাশাসকদের কাছ থেকে জানতে চান মুখ্য সচিব। জানা গিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি থেকে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ৯৫ শতাংশ মানুষের কাছে এই টাকা পৌঁছে গিয়েছে। এখনও পাঁচ শতাংশ শ্রমিকের টাকা পাওয়া বাকি। কেন এই সব শ্রমিকদের টাকা পেতে দেরি হচ্ছে, সেই বিষয়টি এদিন জানতে চান মুখ্য সচিব। বাকি শ্রমিকদের কাছেও যাতে একশো দিনের কাজের টাকা পৌঁছে যায় সেই নির্দেশই দিয়েছেন তিনি।