এই মুহূর্তে জেলা

পশ্চিমবঙ্গ দিবসকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ শ্রীরামপুরে।

হুগলি, ৮ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষিত গান গেয়ে ও পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে পশ্চিমবঙ্গ দিবস কে স্বাগত জানালেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঘোষণা করেছেন যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে। মুখ্য মন্ত্রীর সিদ্ধান্তকে ধন্যবাদ জানাতে আজ সকালে শ্রীরামপুর শহর তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান গীরিধারি সাহা, প্রাক্তন পুরপ্রধান সহ শ্রীরামপুরের পুর পরিষদ। এবং সংগীত শিল্পী রাজকুমার রায় মুখ্যমন্ত্রী ঘোষিত গান “বাংলার মাটি বাংলার জল” গেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং বলেন “গতকাল মুখ্যমন্ত্রী বাংলা দিবস ঘোষণা করেছেন তাই আমরা এবং শিল্পী জগতের মানুষ রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে।

তাই আজ সারা শ্রীরামপুর জুড়ে মিষ্টি বিতরণ করা। এবং বিরোধীরা কে কি বলছে তা আমাদের দেখার দরকার নেই। আমরা ১লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন করব সেদিন আমাদের বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান হবে। সংগীতশিল্পী রাজকুমার রায় জানান “মুখ্যমন্ত্রীর এই ধরনের পদক্ষেপে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। উনি যেভাবে বাংলা সংস্কৃতিকে তুলে ধরছেন এবং উনি যেভাবে বাংলার মানুষকে সম্মান জানাচ্ছে তার পরে আমার আর কোনো ভাষা নেই তাকে ধন্যবাদ জানানোর। এবং উনি ঘোষণা করেছেন “বাংলার বায়ু বাংলার জল” এই গানের মাধ্যমে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে তার জন্য তাকে ধন্যবাদ। এক পথচারী বলেন, ছোটবেলা থেকে পহেলা বৈশাখী পালন করে আসছি তাই সেই দিনই পশ্চিমবঙ্গ দিবস পালন করার ইচ্ছা আছে। সবারই বিভিন্ন মত রয়েছে যে যেটা করবে করবে কিন্তু আমি ১লা দিবসে পশ্চিমবঙ্গ দিবস পালন করবো।