এই মুহূর্তে জেলা

জেল হেফাজতে থাকা এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা হাওড়ার পাঁচলায়।


হাওড়া, ২ সেপ্টেম্বর:- জেল হেফাজতে থাকা এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো হাওড়ার পাঁচলা থানার জয়নগর সরদারপাড়ায়। ঘটনায় শনিবার সকালে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা পাঁচলার জয়নগর সরদার পাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সরদার পাড়ার বাসিন্দা সোমনাথ সরদারের (২৫) নামে পাঁচলা থানায় একটি পুরানো মামলা ছিল।

মঙ্গলবার রাতে সেই মামলায় পুলিশ সোমনাথকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর বুধবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে জেল হেফাজতে থাকাকালীন শুক্রবার দুপুরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সোমনাথ। তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে সোমনাথের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পাঁচলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।