কলকাতা, ২ সেপ্টেম্বর:- কলকাতায় আবার ডেঙ্গিতে মৃত্যু। শুক্রবার রাতে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে সুস্মিতা দত্ত নামে বছর ৩৫-এর এক তরুণীর। পরিবার সূত্রে জানা গেছে, নিউ আলিপুরের সাহাপুর এলাকার বাসিন্দা সুস্মিতাকে বৃহস্পতিবার স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অবস্থার অবনতি হলে, তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এবং পরে অন্য একটি নার্সিং হোমে ভর্তি করানো হয়। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ রয়েছে।