এই মুহূর্তে জেলা

চন্দ্রযান-৩ এর ইতিহাস তৈরির বিজ্ঞানীদের সাফল্য চুরি হয়ে যেতে পারে আশঙ্কা ফিরহাদের, নাম না করে মোদীকে নিশানা।

হাওড়া, ২৩ আগস্ট:- চন্দ্রযান-৩ এর ইতিহাস তৈরির বিজ্ঞানীদের সাফল্য চুরি হয়ে যেতে পারে আশঙ্কা ফিরহাদের, নাম না করে মোদীকে নিশানা। ইতিহাস তৈরির দুয়ারে দাঁড়িয়ে চন্দ্রযান ৩। সাফল্য শুধু নয়, নজির তৈরি হবে উপগ্রহের দক্ষিণ মেরুতে নামলেই। কিন্ত তার সাফল্য চুরি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সকালে হাওড়ার এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই মন্তব্য করেন। নাম না করে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন। তিনি মন্তব্য করেন, বিজ্ঞানের উন্নতি কখনো পাঁচ বছর বা ১০ বছরে হয়ে যায় না। যুগ যুগ ধরে ইসরো আজ এই জায়গায়। এই সাফল্য বিজ্ঞানীদের এবং মহাকাশচারীদের। কিন্তু অনেকেই আছে সেই কৃতিত্ব নিজের বলে দাবি করেন। আমরা চাইবো যেন এক্ষেত্রে তেমন না হয়। এর পাশাপাশি এদিন অন্য প্রসঙ্গে তিনি বলেন, “বাংলার অর্থনীতিতে হাওড়া জেলা একটা গুরুত্বপূর্ণ স্থানে ছিল, আগামী দিনে আরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে যাবে।”

বুধবার হাওড়ার অঙ্কুরহাটিতে সৃজন হাট কমপ্লেক্সের এক অনুষ্ঠানে এসে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বিভিন্ন প্রোডাকশন ইউনিট হাওড়ায় এসেছে। হাওড়ায় ওস্তাগারদের একটা বড়ো অংশ প্রোডাকশন খুব বড়ো করে করছেন। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল হাব হাওড়ায় এসেছে। হাওড়ায় ইন্ডাস্ট্রির বড়ো বড়ো শেড হচ্ছে। এই সৃজনের মতো হাটের মাধ্যমে অর্থনীতির আদান-প্রদান বাংলায় চাঙ্গা হবে। এবং আগামী দিনে বাংলা যে বিশ্ব বাংলা হতে চলেছে তাতে আর সন্দেহ নেই। আগামীকাল MSME এর প্রোগ্রাম মুখ্যমন্ত্রী করবেন। আর এই MSME এর মধ্য দিয়ে ভারতবর্ষের অর্থনীতিতে বাংলা নিজের একটা স্থান করে নেবে। এই হাটে ফরেন বায়ার এবং ডোমেস্টিক বায়ার সকলেই আসবেন। সারা ভারতবর্ষে বাংলার প্রোডাক্ট যাবে। এই হাট যারা বানিয়েছেন তাদের আমরা ধন্যবাদ জানাই। আমাদের যেসব ওস্তাগার ভাই আছেন তারাও খুব উন্নতমানের প্রোডাকশন করেন। আন্তর্জাতিক বাজারে একবার গেলে এর চাহিদা বাড়তেই থাকবে। যেভাবে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে তাতে আমরা আগামী দিনে বিশ্বে এক নম্বর স্থানে পৌঁছে যাব। স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে। ছোট ব্যবসায়ীদের ব্যবসার জন্য মুখ্যমন্ত্রী ঋণের ব্যবস্থা করেছেন। এই সুযোগসুবিধা এখানে থাকবে। যাতে তারা ঋণ নিয়ে আগামী দিনে আরও আধুনিক মেশিন কিনে প্রোডাকশন বাড়াতে পারে।”