হুগলি, ২৩ আগস্ট:- চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় চুঁচুড়া ষন্ডেশ্বরতলা গঙ্গার ঘাটে হোম যজ্ঞের আয়োজন করে বিজেপি। হুগলি জেলা বিজেপির পক্ষ থেকে ষন্ডেশ্বরতলা মন্দিরে পুজো দিয়ে হোম যজ্ঞের আয়োজন করা হয়। চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে নামবে আজ সন্ধায়। তার আগে গোটা দেশবাসী গভীর উৎকন্ঠায়। ভারতকে চাঁদে টক্কর দিতে রাশিয়া লুনা ২৫ পাঠিয়েছিল যে চাঁদের নামতে পারেনি।
চাঁদের দক্ষিন মেরুতে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিং শুধু সময়ের অপেক্ষা। দেশবাসী তাকিয়ে থাকবে সেদিকে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পুজো পাঠ। হুগলিতেও ষন্ডেশ্বরতলায় গঙ্গাকে স্বাক্ষী রেখে দেশের জাতীয় পতাকা আর ভারতের ম্যাপ ও চন্দ্রযানের ছবির সামনে চলছে হোম যজ্ঞ।