এই মুহূর্তে জেলা

দেউলটিতে শরৎচন্দ্রের বসতভিটায় জেপি নাড্ডা।


হাওড়া, ১২ আগস্ট:- দেউলটিতে শরৎচন্দ্রের বসতভিটায় জেপি নাড্ডা। শনিবার দুপুরে হাওড়ার বাগনানে শরৎচন্দ্রের জন্মভিটে দেউলটিতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শরৎচন্দ্রের বাড়ি থেকে মাটি সংগ্রহ করেন তিনি। “আমার মাটি আমার দেশ” কর্মসূচির সূচনা করেন তিনি। সেই মাটি নিয়ে যাওয়া হবে দিল্লির কর্তব্যপথ বাগানে। এদিন দেউলটিতে এসে শরৎচন্দ্রের বাসভবনে, সেখানকার লাইব্রেরি রুমে ঘুরে দেখেন তিনি।

সেখানকার ভিজিটার্স বুকে নিজের অভিজ্ঞতার কথা লিখে রাখেন তিনি। সঙ্গে রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অনুপম হাজরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন সেখানে এক জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠানে অংশ নেন নাড্ডা। ২ দিনের রাজ্য সফরের আজ প্রথম দিন। এদিন সকালে বাগনানের এক হোটেলে প্রথমে পঞ্চায়েতি রাজ সম্মেলনে যোগ দেন তিনি। সেখান থেকে দেউলটি হয়ে কলকাতায় বিকেলে সায়েন্স সিটি অডিটোরিয়ামে তাঁর কর্মসূচি রয়েছে।