কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- আগামী শুক্রবার রাত থেকে সোমবার ২২ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বাইপাসের আম্বেদকর সেতু রক্ষণাবেক্ষনের জন্য বন্ধ রাখা হবে। মূলত সেতুর স্বাস্থ্যপরীক্ষা ও ভারবহনের ক্ষমতা মাপার জন্য সেতু বন্ধ রাখা হবে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিকে ব্যস্ত ও সেতু বন্ধ রাখার জন্য বাইপাস সংলগ্ন রাস্তা গুলিতে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। যানজট কমাতে শনি ও রবিবার ই এম বাইপাসের উত্তরমুখী রাস্তাটি দিয়ে দ্বিমুখী যান চলাচল করানো হবে বলে জানা গিয়েছে। মূলত সায়েন্সসিটি থেকে পাটুলীর দিকে যে রাস্তাটি রয়েছে সেটির উপর থাকা উড়ালপুলটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে পূর্ত দফতর।
মাঝেরহাট সেতুর বিপর্যয়ের পর রাজ্য ও কলকাতার নতুন কিংবা পুরানো সেতুগুলির রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে পূর্ত দফতর। যার জেরেই বিগত কয়েকবছর ধরেই রাজ্য ও কলকাতার একাধিক রাস্তা বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ চলে। সেইমতোই আগামী ১৯-২২ ফেব্রুয়ারি বন্ধ রাখা হচ্ছে আম্বেদকর সেতু। কলকাতা ট্রাফিক সূত্রে জানানো হয়েছে, শনি ও রবিবার অর্থাৎ ২০ ও ২১ তারিখ দিন দুটিতে ই এম বাইপাসের উত্তরমুখী রাস্তাটি দিয়ে দ্বিমুখী যান চলাচল করবে। বাইপাসের দক্ষিণমুখী রাস্তাটি বন্ধ থাকায় তীব্র যানজট হবে বলে অনুমান।