এই মুহূর্তে কলকাতা

বেহালায় দুর্ঘটনা ও অশান্তির ঘটনায় গড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৪ আগস্ট:- বেহালা দুর্ঘটনা ও অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন তিনি। লালবাজারের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন। ভোর থেকে বেহালার চৌরাস্তা অগ্নিগর্ভ । বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

ঘটনাস্থলে মোতায়েন আছে বিশাল পুলিশবাহিনী। নবান্ন সূত্রের খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, পরিস্থিতি কীভাবে এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।