এই মুহূর্তে কলকাতা

পেগাসাসের প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানোকে সমর্থন করেন না মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৭ মার্চ:- পেগাসাসের মত প্রযুক্তি ব্যবহার করে সার্বিকভাবে নজরদারি চালানোকে তিনি কখনই সমর্থন করেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় জানিয়েছেন। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে পেগাসাস ব্যবহার করলে, তাও মেনে নেওয়া যেত। কিন্তু এই প্রযুক্তি বিচারপতি, আধিকারিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এটা অন্যায়। তিনি জানান চার, পাঁচ বছর আগে পুলিশ এর কাছে ২৫ কোটি টাকায় পেগাসাস সফটওয়্যার বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা কিনতে রাজি হননি। উল্লেখ্য গতকালও রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট পেশ করে মুখ্যমন্ত্রী পেগাসাস ইস্যু নিয়ে সরব হন।