এই মুহূর্তে জেলা

প্রতিষ্ঠিত হয়ে বাড়ি ফিরব, চিঠি লিখে বাড়ি ছাড়লো ভদ্রেশ্বরের স্কুল ছাত্র।


প্রদীপ বসু, ৩১ জুলাই:- চন্দননগর বৌবাজারের বাসিন্দা সৌগত বসুর একমাত্র ছেলে পুষ্কল মানকুন্ডু ভাকুন্ডার একটি বেসরকারী স্কুলের ক্লাস টেনের ছাত্র। পুষ্কলের মা মারা গেছেন বছর দশেক আগে। বাবার কাছেই বড় হয় সে। প্রতিদিন সাইকেল নিয়ে যেমন স্কুলে যায় সোমবারও স্কুলে যাওয়ার নাম করে সকাল আটটায় বাড়ি থেকে বেরহয়। তার কাছে মোবাইল ফোন ছিল। বাবাকে ফোন করে জানায় স্কুলে পৌঁছে গেছে। স্কুল ছুটির পরও বাড়ি না ফেরায় প্রথমে পুষ্কলকে ফোন করেন তার ফোন সুইচড অফ থাকায় সৌগত বাবু স্কুলে ফোন করেন।

স্কুল থেকে জানানো হয় আজ স্কুলে যায়নি পুষ্কল। এর পরেই বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন সৌগত বাবু ও তার প্রতিবেশিরা। পরে ভদ্রেশ্বর থানায় গিয়ে নিখোঁজ ডায়রি করেন। ছাত্রের বাবা ও এক প্রতিবেশি জানান, একটি চিঠি লিখে রেখে গেছে বাড়িতে। লিখেছে, প্রত্যাশা পূরন করতে পারেনি। সে বাবাকে ভালোবাসে। তিন চার বছর পর প্রতিষ্ঠিত হয়ে বাড়ি ফিরবে। বাড়ি থেকে যাওয়ার সময় এটিএম কার্ড সঙ্গে নিয়ে যায় পুষ্কল।