এই মুহূর্তে জেলা

প্রকাশ্যে এইভাবে বলা ঠিক নয় , সুরজিৎ এর বক্তব্য প্রসঙ্গে পাল্টা দিলীপ।

হাওড়া, ১০ নভেম্বর:- বুধবার হাওড়ায় ছটপুজোর এক অনুষ্ঠানে এসে সুরজিৎ সাহার বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, পার্টির ভিতর কিছু হলে পার্টির ফোরামে বলা হয়। দলীয় কর্মীদের সমস্যা, বক্তব্য থাকতেই পারে। তবে তা বলার এবং সমাধানেরও জায়গা আছে। সবকিছু বাইরে বলার জিনিস নয়। শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, যাই বলুন সর্বসমক্ষে তা বলার নয়। যদি কেউ বলে থাকেন তাঁর মনে ক্ষোভ-বিক্ষোভ আছে। সেটা শোনার জন্য এবং সমাধানের জন্য লোক আছে। সেখানেই বলা উচিত। পলিসি নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে। আমাদের দল গণতান্ত্রিক। সকলের বলার অধিকার আছে। কিন্তু বলার একটা জায়গা রয়েছে।