সুদীপ দাস,৮ এপ্রিল:- টানা ১৫ দিন ধরে লকডাউনে অর্থ সংকটে পরা সাধারন মানুষদের সেবায় অক্লান্ত পরিশ্রম করে চলেছে চুঁচুড়া আরোগ্যর সদস্যরা। সংগঠনের পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্তের ইচ্ছাকে বাস্তবে পরিনত করে চলেছে ৩২জন যুব সদস্য। সকালে ঘুম থেকে উঠেই তাঁরা রেডি হয়ে চলে আসছে চুঁচুড়া কারবালায় আরোগ্যর সদর দপ্তরে। ঘড়ি ধরে সকাল ৮টায় শুরু হয়ে যাচ্ছে […]
হুগলি, ২৭ মে:- হাম রেডিওর মাধ্যমে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেলেন তার পরিবারের লোকজন। গত দোলের দিন থেকে নিখোঁজ ছিলেন বিহারের (বর্তমানে কাজের সুত্রে কোন্নগর) বাসিন্দা রাজেশ্বর সাহানি। তার পরিবারের লোকজন কোন্নগরে থাকে। ঘটনার পর থেকে উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে, তার পরিবার। কিন্তু সেই থেকে বৃদ্ধের কোন খোঁজ পাওয়া যায়নি। এদিকে গত দোলের পরদিন ডানকুনি […]