এই মুহূর্তে জেলা

হাওড়ায় ২ জনকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল।

হাওড়া, ২৪ জুন:- হাওড়ায় ২ জনকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল। দলের নির্দেশিকা নবজোয়ার কর্মসূচিতেই ঘোষণা করে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী শনিবার সন্ধ্যায় হাওড়ার সলপে নিজের অফিস থেকে ২ তৃণমূল কর্মীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করলেন হাওড়া সদরের তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষ। এই দুজন এবার পঞ্চায়েত ভোটে কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন। প্রথমজন আসলাম হক মল্লিক। তিনি ডোমজুড় ব্লক জগৎবল্লভপুর বিধানসভার ১ নম্বর মাকড়দহ অঞ্চলের তৃণমূল কর্মী ছিলেন।

অন্যজন সাঁকরাইল বিধানসভার ঝোড়হাট পঞ্চায়েতের প্রধান মিনতি সেনাপতি। সাংবাদিক সম্মেলনে কল্যাণ ঘোষ এদিন বলেন, পার্টির বিরুদ্ধে গিয়ে যারা অন্য দল থেকে বা নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন তাদের বহিষ্কার করার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। আজ ২ জনকে বহিষ্কার করা হয়েছে যারা অন্য দলে গিয়েছেন। এবার ধীরে ধীরে নির্দল হিসেবে ভোটে দাঁড়ানো প্রার্থীদেরও বহিষ্কার করবে দল। অন্য প্রতীকে জিতে আসলেও তাদের আর কোনোমতেই দলে ফেরানো হবেনা বলে এদিন জানিয়ে দেন কল্যাণ ঘোষ।