হাওড়া, ৫ নভেম্বর:- সুব্রতদার প্রয়াণে বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হলো। সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে এই মন্তব্য করলেন মন্ত্রিসভায় তাঁর সহকর্মী অরূপ রায়। শুক্রবার সকালে হাওড়ায় বালির একটি শ্যামাপূজায় এসে অরূপ রায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, “রাজনীতিতে একটা যুগের অবসান হলো। আমাদের জীবন ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে ওনার নেতৃত্বে। তখন ওনার নেতৃত্বে অশোক দেব, জয়ন্ত ভট্টাচার্য এরা বাংলার ছাত্র নেতা। মমতাদি সুব্রতদার নেতৃত্বে ছাত্র পরিষদ করতেন। তারপর তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর আমরা সরকারে এসেছি। ১৯৭২ সাল থেকে ২০২১ সাল একটা লম্বা রাজনীতির যুগ সুব্রতদার মৃত্যুতে অবসান হলো।
তাঁর মৃত্যু বাংলার রাজনীতির ভয়ংকর ক্ষতি। রাজনীতিতে নক্ষত্র পতন হলো। সুব্রতদা নেতা ছিলেন বরাবর। আমি জয়ন্ত ভট্টাচার্য, অশোক দেবের নেতৃত্বে দল করেছি। পরবর্তীকালে মমতাদির নেতৃত্বে দল করছি। কিন্তু আমাদের মাথার উপর সুব্রত মুখোপাধ্যায় ছিলেন। ওনার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক ছিল। বহু আন্দোলনে ওনার বহু আশীর্বাদ আমরা পেয়েছি। উনি সবসময় ভালো পরামর্শ দিতেন।” ওই অনুষ্ঠানে উপস্থিত বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ করে বলেন, “ছোট থেকে বড়ো হয়েছি সুব্রত মুখোপাধ্যায়ের নাম শুনেই। আমি বিধায়ক হওয়ার পর ওনার সঙ্গে আলাপ করার সুযোগ হয়। কয়েকদিন আগেই বিধানসভার করিডরে দাঁড়িয়ে ওনার সঙ্গে কথা বলেছি। ভীষণ অমায়িক, ভীষণ ভদ্র একজন মানুষ উনি। পিতৃস্নেহে কথা বলেন। ওনার মৃত্যু বাংলার রাজনীতির অপূরণীয় ক্ষতি।”