এই মুহূর্তে জেলা

দলের নির্দল প্রার্থীদের বিরুদ্ধে কড়া বার্তা কল্যাণের। অবিলম্বে নাম প্রত্যাহারের নির্দেশ।


হাওড়া, ১৮ জুন:- পঞ্চায়েত ভোটে দলের নির্দল প্রার্থীদের অবিলম্বে নাম প্রত্যাহারের আবেদন করলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। রবিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নির্দল হিসেবে যারা দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের কাছে দলের তরফ থেকে আবেদন জানানো হচ্ছে তারা যেন ২০ তারিখের মধ্যে তাদের নাম প্রত্যাহার করে নেন। যদি তারা নাম প্রত্যাহার করে নেন তাহলে আগামী দিনে তারা দলে ফের গুরুত্ব পাবেন। তাদের বক্তব্য দল শুনবে এবং তারা দলের পতাকা বহন করতে পারবেন। আর যদি তারা প্রত্যাহার না করেন সেক্ষেত্রে দলে তারা আর কোনওদিন ফিরতে পারবেন না। এবং দলের পতাকা বহন করতে পারবেন না।

নির্দল প্রার্থীরা যদি আগামী কুড়ি তারিখের মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার না করেন তাহলে দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। রবিবার বিকেলে হাওড়ার সলপে আয়োজিত ওই সাংবাদিক বৈঠকে ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ আরও বলেন, পঞ্চায়েতে অনেক তৃণমূল কর্মী নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তাই তাদের বলা হচ্ছে আগামী ২০ তারিখের মধ্যে মনোনয়নপত্র তুলে নিতে। এই মুহূর্তে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ অন্যান্য বিরোধী দলগুলো একজোট হয়েছে। তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে, তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রীদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। ব্যক্তিগত আক্রমণ করছে। নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাই এই সময় প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীকে ঐক্যবদ্ধভাবে দলের পাশে দাঁড়াতে হবে।