এই মুহূর্তে জেলা

পুর প্রধানের উদ্যোগে বেহাল রাস্তার সংস্কার চাঁপদানীতে।


প্রদীপ বসু, ১৮ জুন:- দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে চাঁপদানিতে। ৫ নং ওয়ার্ড এর আর বি এস রোড থেকে গোলাপুলের দিকে যাওয়ার রাস্থার অবস্থা বেহাল হয়ে পড়েছিল। এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি আর লোকজনের যাতায়াত। এলাকার মানুষের দাবি রাস্থা সংস্কার না করলে ভয়াবহ আকার ধারন করবে। সামনে বর্ষা আসছে। আরও খারাপ হয়ে যাবে। মানুষের কথা চিন্তা করে পৌরপ্রধান সুরেশ মিশ্র কাউন্সিলার বিক্রম কুমার সাউ এর অনুরোধে কে এম ডি এর সহযোগিতায় এই রাস্তার কাজ শুরু হল।

জোর কদমে প্রায় ২০০ মিটার রাস্থার কাজে হাত লাগিয়েছে শ্রমিকেরা। দেখভাল করছে ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলার ও তার সহকর্মীরা। এই রাস্থার কাজ শুরু হওয়াতে খুশি স্থানিয়রা। তারা পৌরপ্রধান ও কাউন্সিলারকে ধন্যবাদ জানান।এব্যাপারে কাউন্সিলার বিক্রম সাউ পৌরপ্রধানের ভূয়সী প্রশংসা করেন।