হাওড়া, ২ মে:- শুধু গ্রামীণ অর্থনীতির বিকাশেই নয় শহরে অর্থনৈতিক বিকাশেও রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুক্রবার সকালে হাওড়ার লিলুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের হাওড়া ময়দান শাখার উদ্বোধন করতে এসে মন্ত্রী অরূপ রায় সাংবাদিকদের ওই মন্তব্য করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে চলেছে লিলুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। বর্তমানে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তাতে কো-অপারেটিভ ব্যাঙ্ক মানুষের পাশে থেকে কাজ করবে।
কন্যাশ্রী, যুবশ্রীর মতো সরকারি প্রকল্পগুলির পরিষেবা যাতে সমবায় ব্যাংকের মাধ্যমে দেওয়া যায় সে ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছেন। এর ফলে সমবায় ব্যাংকের আরও উন্নতি ঘটবে এবং বাম আমলের মত সমবায় ব্যাঙ্কগুলি বন্ধ হয়ে যাবে না। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে সমবায়িকা ভবনের দোতলায় লিলুয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের পঞ্চম শাখার এদিন উদ্বোধন করেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী, হাওড়ার সদর মহকুমাশাসক তরুণ ভট্টাচার্য, ব্যাঙ্কের চেয়ারম্যান দুলাল কান্তি দে, সম্পাদক অসিত কুমার মন্ডল, সিইও পার্থ প্রতীম পতি সহ অন্যান্যরা।