হুগলি , ২৫ মে:- বড়োসড়ো সাফল্য চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া থানার পুলিশের, প্রচুর পরিমাণে বাজি বাজেয়াপ্ত করলো চুঁচুড়া থানার পুলিশ, কাপাসডাঙ্গার নেপাল চৌধুরীর মাঠের পাশে একটি বাড়িতে বিশাল পরিমাণে বাজি মজুত করা ছিল, সাধারণত রাজ্যে বহু জায়গাতেই বাজি কারখানা গুলোতে বিস্ফোরণ হবার পরেই, সতর্ক হয়েছিল পুলিশ প্রশাসন, সারা চুঁচুড়া শহরে কয়েকদিন ধরেই তল্লাশিরে চুঁচুড়া থানার পুলিশ, অবশেষে বড়সড় সাফল্য পেলে চুঁচুড়া থানার পুলিশ,
গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঐস্থানে পৌঁছে সমস্ত বাজি বাজেয়াপ্ত করে, ইতিমধ্যেই বাড়ির মালিক প্রনব দত্তকে পুলিশ আটক করে, প্রনবের কথা অনুযায়ী বেগমপুরে তার সালার বাজি কারখানা, শালা কেন এতো বাজি পাঠিয়েছে সেটা বলতে পারবো না, তবে কি পুলিশের ধরপাকড়ের কারনে প্রনবের শালা সূদুর বেগমপুর থেকে চুঁচুড়ায় জামাইবাবুর বাড়িতে বাজি লোকানোর চেষ্টা করেছিল, তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ