কলকাতা, ১৫ মে:- আগামী ২৪শে মে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। সোমবার টুইট করে ফল ঘোষণার কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৪ মে দুপুর ১২টার সময়ে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। বেলা সাড়ে ১২টা থেকে অনলাইনে ফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
nওয়েবসাইটগুলি হল, wbchse.nic.in, wbresults.nic.in , www.exametc.com এবং www.indiaresults.com এছাড়া, এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে। ৩১শে মে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হচ্ছে, যা সর্বকালীন রেকর্ড। এ বছর পরীক্ষায় বসেছিলেন সাড়ে ৮ লক্ষের ৬০ বেশি পড়ুয়া। এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তি করানো হবে বলে জানিয়েছে উচ্চ শিক্ষা দফতর।