এই মুহূর্তে কলকাতা

মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত কর্মচারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৫ মে:- মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন আন্দোলনের নামে কাজের সময় মিটিং মিছিল করা ওই কর্মীদের সার্ভিস বুকে কেন দাগ পড়বে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে কো অর্ডিনেশন কমিটির কর্মীদের মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার এখন কর্মচারীদের পারফরম্যান্স বিচার করে হয় রাখছে, নয় বরখাস্ত করছে। কিন্তু রাজ্য সরকার সেই পথে হাঁটেনি। সবাই সময় মতো বেতন পাচ্ছেন, পেনশন পাচ্ছেন। তারপরেও কেন আন্দোলনের নামে এসব চলবে? প্রশ্ন তাঁর। মুখ্যমন্ত্রী এদিন বলেন,‘আপনারা মিছিল করুন না। কেউ তো বারণ করেনি।

অফিস টাইম শেষ হওয়ার পর করুন। কাজের সময়ে সারাদিন মিছিল করলে কাজ করবেন কখন? মানুষ তো পরিষেবা পাবে না।’ মুখ্যমন্ত্রী এদিনও ফের পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছেন যে ৩ শতাংশের বেশি ডিএ দেওয়া বর্তমান আর্থিক পরিস্থিতিতে সম্ভব নয়। তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের চাকরির শর্ত একরকম, রাজ্যে অন্যরকম। কারও যদি মনে হয় এখানে কম বেতন পাচ্ছেন, তা হলে যান না কেন্দ্রীয় সরকারের চাকরি খুঁজে নিন।মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, কর্মচারীদের প্রতি সরকার সহানভূতিশীল। কিন্তু অবস্থানের নামে এখন যে বিক্ষোভ রয়েছে তার নেপথ্যে অন্য খেলা রয়েছে বলে তাঁর মত। মুখ্যমন্ত্রী বলেন, ‘তিন শতাংশ ডিএ তো দিয়েছি। যান না কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়া টাকা উদ্ধার করে আনুন। ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা রাজ্যের বকেয়া পাওনা রয়েছে। ওই টাকা নিয়ে এলে আরও ৩ শতাংশ ডিএ বাড়িয়ে দেব।’