এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় গুলাবের আগাম সতর্কতায় ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক চন্দননগর পুলিশ কমিশনারের।

সুদীপ দাস, ২৬ সেপ্টেম্বর:- ঘুর্ণিঝড় “গুলাব” ও জোড়া নিন্মচাপের জেরে রেড অ্যালার্ট জারি হয়েছে কলকাতা সহ দক্ষিনবঙ্গের বেশ কয়েকটি জেলায়। প্রাকৃতির রক্তচক্ষু কোপে হুগলীও পরতে পারে তা ধরে নিয়েই চন্দননগর কমিশনারেট এলাকার সমস্ত থানার আধিকারিক ও পৌর কর্তৃপক্ষদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করলেন পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। এদিন চুঁচুড়া কমিশনারের অফিস থেকেই পুলিশ কমিশনার এই কনফারেন্স করেন। শনিবার সন্ধ্যায় আয়োজিত এই সভায় প্রত্যেক থানার আধিকারিক ও পৌর কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন পুলিশ কমিশনার। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুনে প্রয়োজনে কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়। যে কোন পরিস্থিতিতে প্রানহানি রুখতে সরকারি দপ্তরগুলিকে সামঞ্জস্য রেখে কাজ করার পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়। পুলিশ কমিশনারের সাথে ভিডিও কনফারেন্স শেষ হতেই হুগলী-চুঁচুড়া পুরসভায় চুঁচুড়া থানা, দমকল দপ্তর ও বিদ্যুত দপ্তরকে নিয়ে জরুরি বৈঠক করেন পুর প্রশাসক গৌরিকান্ত মুখার্জি। ঝড় কিংবা অতি বৃষ্টিতে কি করনীয় সে বিষয়ে এখানে আলোচনা হয়। এরপর এখানে আসন্ন দূর্গাপুজো নিয়েও বৈঠক হয়।