কলকাতা, ১৫ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ২৭ মে নতুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। ওই সময়ে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়ে নীতি আয়োগ এর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বৈঠকে তাঁকে নিজের বক্তব্য বলার যথাযথ সময় দেওয়া হয় না বলেও মুখ্যমন্ত্রীর অভিযোগ। তবে তা সত্ত্বেও রাজ্যের দাবী দাওয়া নিয়ে নীতি আয়োগ এর বৈঠকে তিনি সরব হবেন বলে জানান। ১০০ দিনের কাজ আবাস গ্রাম সড়ক যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।