এই মুহূর্তে জেলা

জগৎবল্লভপুরে আবারও উদ্ধার নিষিদ্ধ বাজি।

হাওড়া, ২৬ মে:- ফের হাওড়ার জগৎবল্লভপুরে জঙ্গল থেকে উদ্ধার হলো নিষিদ্ধ বাজি ও বাজির মশলা। দু’দিন আগেও একই রকমভাবে জগৎবল্লভপুরের পাতিহালে উদ্ধার হয়েছিল বাজি। ফের পাতিহালে আবার বাজি ও বাজির মশলা উদ্ধার হয়েছে। প্রায় ১০-১৫ লক্ষ টাকা মূল্যের বাজি ও বাজির মশলা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ শুক্রবার সকালে ওই এলাকায় তল্লাশি চালায়।

উদ্ধার হয় ওই বাজির মশলা। এগুলো উদ্ধার করে নিয়ে যায় জগৎবল্লভপুর থানা। তবে পুলিশ তল্লাশি চালাচ্ছে এই জঙ্গলে। কারা এই বাজি মশলা মজুত করে রেখেছিল তা তল্লাশি করছে জগৎবল্লভপুর থানার পুলিশ। তবে পুলিশ আসার খবর পেয়েই দুষ্কৃতীরা জঙ্গলের মধ্যেই মশলা লেখে পালিয়ে গেছে বলে প্রাথমিক অনুমান।