হাওড়া, ৮ মে:- ঘরে ফিরলেন কেরলে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চার চারটি সোনার পদক জয়ী স্নেহা ঘরামি। সোমবার সকালে করমন্ডল এক্সপ্রেসে সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছান তিনি। সেখানেই তাকে জাতীয় পতাকা এবং মালা পরিয়ে সংবর্ধনা জানান ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। উপস্থিত ছিলেন অন্যান্যরা। স্নেহা ঘরামি জানান, তার আগামী দিনের লক্ষ্য আন্তর্জাতিক স্তরে পৌঁছানো। সেই জন্য এখন থেকেই তিনি অনুশীলন শুরু করতে চান। তিনি এই সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন তার ক্লাব, তার প্রশিক্ষক থেকে শুরু করে বালির সমস্ত মানুষকে এবং বিধায়ককে। সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন যে তার এই পরিস্থিতির কথা তুলে ধরার জন্য। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন তিনি আগামী দিনে স্নেহার পাশে থাকবেন। রাজ্য সরকার তো রয়েছেই পাশাপাশি তিনি বিধায়ক হিসেবে স্নেহার পাশে থাকবেন। স্নেহা যাতে ভবিষ্যতে আরও অনেক দূর এগোতে পারে তার জন্য সর্বতোভাবে চেষ্টা করবেন।
এদিন সাতরাগাছি স্টেশনে ট্রেন থেকে নামার পর স্নেহাকে সংবর্ধনা জানানো হয়। এরপরে শোভাযাত্রা সহকারে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রসঙ্গত, কেরলে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনা জয় করেন বঙ্গ তনয়া স্নেহা ঘরামি। কেরলের আলাপুঝায় অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মোট ৪টি সোনা জিতেছেন হাওড়ার বালির মেয়ে স্নেহা। চরম অর্থাভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়াই একসময় দুষ্কর হয়ে উঠেছিল তার কাছে। ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এন্ট্রি ফি-র ব্যবস্থা করে দিয়েছিলেন এলাকার বিধায়ক। সেই স্নেহাই দেশের হয়ে চার চারটি সোনা জয় করেছেন। স্নেহা ব্যক্তিগত প্রতিযোগিতায় ৩টি ও দলগতভাবে ১টি সোনা জিতেছেন। এশিয়ান পাওয়ার লিফটিং এ বেশ কয়েকটি রেকর্ডও করেছেন বালির স্নেহা। আজ তিনি ঘরে ফিরলেন।