এই মুহূর্তে জেলা

কোটি টাকার গয়না উদ্ধার হাওড়া স্টেশন থেকে, গ্রেফতার এক।

হাওড়া, ৮ মে:- কোটি টাকারও বেশি মূল্যের গয়না উদ্ধার হলো হাওড়া স্টেশন থেকে। আটক এক ব্যক্তি। জানা গেছে, ২ হাজার ৯৮৫ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। যার মূল্য প্রায় ১ কোটি ৭৭ লক্ষ ৪৫ হাজার ৪১৫ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে এই বিশেষ অভিযান চালানো হয়। এই বিপুল সোনা পাচারের ঘটনায় বিহারের মুজাফ্ফরপুর জেলার সারায়াগঞ্জ এলাকার বাসিন্দা অভিজিৎ কুমারকে আটক করেছেন আরপিএফ আধিকারিকরা।

শনিবার ওই ব্যক্তিকে একটি বড় বাক্স নিয়ে সন্দেহজনক অবস্থায় দেখতে পান এই বিশেষ অভিযানের সদস্যরা। তাঁকে আটক করে তার বাক্স পরীক্ষা করার সময় এই বিপুল অঙ্কের সোনা উদ্ধার হয়। রেল সুরক্ষা অধিকারিকদের জেরার মুখে ওই সোনার অলংকার সম্বন্ধিত কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি ধৃত অভিজিৎ কুমার। এরপরই রেল সুরক্ষা আধিকারিকরা কলকাতার শুল্ক বিভাগের অধিকারিকদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। উদ্ধার হওয়া সোনার অলংকার ও ধৃত অভিজিৎ কুমারকে রেল সুরক্ষা আধিকারিকরা শুল্ক বিভাগের অধিকারিকদের হাতে তুলে দেন।