এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় মে দিবসের অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান পৌর প্রধানের কোন্দল প্রকাশ্যে।


হুগলি, ১ মে:- মে দিবসের অনুষ্ঠানে পুরসভার বর্তমান ও প্রাক্তন পুরপ্রধানের কোন্দল প্রকাশ্যে। ঘটনাটি হুগলি চুঁচুড়া পুরসভার। সোমবার এই পুরসভায় তৃণমূলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির উদ্যোগে শ্রমিক দিবস পালন করা হয়। সকালে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান সদস্য গৌড়িকান্ত মুখার্জী। কিন্তু এখানে দেখা যায়নি বর্তমান পুরপ্রধান অমিত রায়কে। অমিতবাবু বলেন, আমাকে আমন্ত্রন জানানো হয়নি তাই যাইনি।

পাশাপাশি তিনি বলেন আজ অবধি কোনওদিন পুরসভায় তৃণমূল শ্রমিক সংগঠন এই অনুষ্ঠান পালন করেনি। তাই আমার মনে হয় অন্য সংগঠনের সাথে প্রতিযোগিতার জন্যই হঠাৎ এই কর্মসূচির আয়োজন। যদিও এদিনের অনুষ্ঠানের উদ্যোক্তা অসীম অধিকারী বলেন সকলকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানানো হয়েছিল। কিন্তু পুরপ্রধান তো হোয়াটসঅ্যাপই নেই! এই প্রশ্নের উত্তরে তিনি বলেন সেটা জানিনা। তবে উনি খবর পাননি এটা ঠিক নয়। পাশাপাশি গোষ্ঠিকন্দলের বিষয় তিনি অস্বীকার করেন।