হাওড়া, ২৬ মার্চ:- ঝড়বৃষ্টির পর ইমারজেন্সি বিভাগ ব্যতীত ‘অন্ধকারে’ ডুবে রয়েছে গোটা হাসপাতাল। সামাজিকমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। যদিও সেই ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালে সোমবার সন্ধ্যার ঘটনা। জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির পরেই হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। মোবাইলের আলো জ্বেলে পরিষেবা সামাল দেওয়ার চেষ্টা হয়। অভিযোগ, ইমারজেন্সি বিভাগ ছাড়া কোথাও ছিলনা বিদ্যুৎ। জেনারেটর থাকা সত্বেও কেন তা চালানো হয়নি তা অবশ্য জানা যায়নি। এই ঘটনা ঘিরে হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রোগী-সহ পরিবারের সদস্যরা। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।