হাওড়া, ২৯ এপ্রিল:- হাওড়া আমতা মুক্তিরচকের গণধর্ষণ-কান্ডে দোষী আটজনকে কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিলো আদালত। মুক্তিরচক গ্রামে নয় বছর আগের ওই ঘটনায় একই পরিবারের দুই মহিলাকে গণধর্ষণের দায়ে এদিন ৮ জনের ২০ বছর সশ্রম কারাদন্ডের সাজা ঘোষণা করেন আমতা আদালতের অতিরিক্ত দায়েরা বিচারক রাকেশ সিনহা। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের জেলের আদেশ দেন বিচারক। জরিমানার টাকা আদায় হলে দুই নির্যাতিতার মধ্যে তা সমানভাবে ভাগ করে দেওয়ারও নির্দেশ দেন বিচারক। এই কেসের সাজা প্রাপ্তরা হলেন বরুণ মাকাল, বংশী গায়েন, নব গায়েন, সৈকত মন্ডল, সুকান্ত পাত্র, গৌতম মাকাল, গৌরহরি মাকাল ও শঙ্কর মাকাল।
ভারতীয় দন্ডবিধির ১৪৯ ( অবৈধ জমায়েত), ৩২৩ ( অস্ত্র ছাড়া শারীরিক নিগ্রহ ও মারধর), ৪৫০ (বেআইনিভাবে প্রবেশ) ও ৩৭৬ডি ( গণধর্ষণ) ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। মামলায় ১১ জন চিকিৎসক সহ ৪৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি মাঝরাতে অভিযুক্তরা মুক্তিরচক গ্রামে একটি বাড়িতে ঢুকে এক গৃহবধূ ও তাঁর জেঠি শাশুড়িকে গণধর্ষণ করে। ঘটনার তদন্তে নেমে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদেরমধ্যে ২ জনকে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবের বেকসুর খালাস করা হয়। বাকি ৮ জনের সাজা হয়। যদিও নির্যাতিতার পরিবার এই রায়ের বিরুদ্ধে আরও কঠোরতম শাস্তির দাবিতে উচ্চ আদালতে আবেদন করবে বলে জানায়।