এই মুহূর্তে জেলা

অনলাইনে প্রতারণা, ৮ লক্ষ টাকা খোয়ালেন উত্তরপাড়ার ব্যবসায়ী।

হুগলি, ২৯ এপ্রিল:- পার্সেল ডেলিভারি করার নাম করে অনলাইনে প্রতারণার শিকার হয়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন উত্তরপাড়ার এক ব্যবসায়ী। প্রতারিত ওই ব্যবসায়ীর নাম রঞ্জিত কর্মকার। তিনি যেহেতু পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত তাই বাড়িতে মাঝে মধ্যেই পার্সেল আসত। আর এই পার্সেল ডেলিভারি করার নামেই তার একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অনলাইনে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা ওই ব্যবসায়ী রঞ্জিত কর্মকার জানান শনিবার সকালে তার কাছে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। অনলাইন সংস্থার নাম করে ফোনের অপর প্রান্ত থেকে তাকে বলা হয় আপনার একটি পার্সেল ডেলিভারি করতে গিয়েছে ডেলিভারি বয়।

কিন্তু আপনার বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছে না তাই আপনার মোবাইলে একটি ডেলিভারি কোড পাঠানো হচ্ছে। বলা হয় আপনার ঠিকানা ও ডেলিভারি কোড ডেলিভারি বয়ের মোবাইলে পাঠিয়ে দেবেন। এরপর ডেলিভারি কোড পাঠানোর পাশাপাশি একটি লিঙ্ক শেয়ার করে ব্যবসায়ীকে বলা হয় ওই লিংকের রেফারেন্স নাম্বারটা পাঠিয়ে দিতে। এরপর ওই রেফারেন্স নাম্বারটা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ব্যবসায়ীর মোবাইলে মেসেজ আসে তার একটি বেসরকারি ব্যাংকের সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। শনিবার দুপুরে ওই ব্যবসায়ী উত্তরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমে একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে।