এই মুহূর্তে জেলা

সাংবাদিক সেজে প্রেস লাগানো গাড়ি নিয়ে এটিএম জালিয়াতি হুগলিতে।

সুদীপ দাস, ২ জানুয়ারি:- এটিএমের টাকা তোলায় সাহায্য করার নাম করে এটিএম জালিয়াতি। পুলিশের চোখে ধুলো দিতে প্রেস লাগানো গাড়িকে হাতিয়ার করে লক্ষাধিক টাকা জালিয়াতির ঘটনায় গ্রেফতার হওয়া নিমতার বাসিন্দা সুব্রত গিরিকে পুলিশি হেফাজতে নিয়ে উদ্ধার হলো শতাধিক ATM কার্ড ও। এদিন এবিষয়ে এক সাংবাদিক বৈঠক আয়োজিত হলো দাদপুর থানার উদ্যোগে। এদিনের সাংবাদিক বৈঠকে দাদপুরের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ DSP DEB নিমাই চৌধুরী জানান বহুদিন থেকে অভিযোগের ভিত্তিতে পুলিশি তৎপরতায় এটিএম জালিয়াতির ঘটনায় নিমতার বাসিন্দা সুব্রত গিরিকে আটক করা হয় ২৭.১২.২২ এ। হারিট বাজার থেকে গ্রেফতার হওয়া অভিযুক্তের কাছ থেকে পুলিশ উদ্ধার করে প্রেস লেখা একটি গাড়ি সহ নগদ ২৭ হাজার টাকা, বেশকিছু ডেবিট ও ক্রেডিট কার্ড ৩ টি দামী মোবাইল।

পুলিশসূত্রে জানা যায় মূলতঃ বৈদ্যবাটি ডানকুনি দাদপুর পোলবা ইত্যাদি জায়গাগুলিতেই এটিএম জালিয়াতির ফাঁদ পেতেছিলো অভিযুক্ত। পুলিশের নজর এড়াতে প্রেস লেখা গাড়িতে বসে অপেক্ষা চালাত অভিযুক্ত। এরপর এটিএম থেকে টাকা তোলার সাহায্যের অছিলায় এটিএম কার্ড হাতবদল করে নিয়ে চালাতো অপারেশন। মূহুর্তেই উপোভোক্তার অ্যাকাউন্ট থেকে ফাঁকা হয়ে যেতো টাকা। এই ঘটনারই অভিযোগ দায়ের হয়েছিলো দাদপুর থানায়।পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে অভিযুক্তকে বামাল সমেত গ্রেফতার করে। এরপর আদালতে অভিযুক্তকে তোলার পর ফের পুলিশি হেফাজতে নিয়ে অভিযান চালিয়ে ইউ এস মেশিন, ৩০০ টি এটিএম কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ।