হুগলি, ১৩ এপ্রিল:- রিষড়া পৌরসভার জিটিরোড সংলগ্ন মৈত্রী পথে আগুন। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের একটি ইঞ্জিন আসে আগুন আয়ত্তে আনেন।vএলাকার বাসিন্দা ও ব্যাবসায়ীদের একাংশ জানান।
কেবেল লাইনে তার যে ভাবে জমা হয়েছিল। তার জন্যই এই আগুন। ঘটনাস্থলে হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার পুলিশ ও সি ই এস সির আধিকারিকরা রয়েছেন।