হুগলি, ৫ এপ্রিল:- করোনা কালে মানুষের পাশে দাঁড়িয়েছিল গ্রীণ ভলেন্টিয়ার।কারো অক্সিজেন প্রয়োজন,কারো ওষুধ,হাসপাতাল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা।অতিমারির সময় রিষড়া পুরসভা এলাকার বাসিন্দাদের সমস্যায় পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।এবার সেই অশান্ত রিষড়া মানুষের শান্তির লক্ষে প্রচার শুরু করল গ্রীণ ভলেন্টিয়ারের সদস্যরা।আজ সকাল থেকে রিষড়ার মোরপুকুর বাজার, তিন নম্বর রেল গেট, রিষড়া সেবা সদনের সামনে, স্টেশন রোড এলাকায় লিফলেট বিলি করা হয়।যারা শান্ত রিষড়াকে অশান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে এক হওয়ার ডাক দেওয়ার পাশাপাশি গুবজ না ছড়িয়ে শান্তি রক্ষা করা,অবাঞ্ছিত কিছু ঘটলে বা দেখলে পুলিশ প্রশাসনকে জানান, সহ নাগরিকরা মিলেমিশে থাকার ডাক দেওয়া হয়।
রিষড়া গ্রীণ ভলেন্টিয়ারের সম্পাদক সমীরন বসু বলেন, সহ নাগরিকদের পাশে থাকতে হবে তাদের সমস্যা পাশে দাঁড়াতে হবে। গোটা বাংলাতেই কিছু দুষ্কৃতি সম্প্রীতি নষ্ট করতে সক্রিয় হয়েছে।যারা সহ নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে তাদের ধিক্কার জানাই।প্রশাসনের উপর আস্থা রাখুন।মানুষকে জানাতে পথে নেমেছি। আজ সকাল থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে রিষড়া।পুলিশের উপস্থিততে খুলেছে কিছু দোকান।