হুগলি, ৫ এপ্রিল:- টানা দুদিন ধরে অশান্তি চলেছে রিষড়ায়। বুধবার এই ঘটনার প্রতিবাদে চন্দননগর পুলিশ কমিশনার অফিসে ডেপুটেশন দিতে আসেন হুগলি সাংসদ লকেট চ্যাটার্জি।কয়েকশো বিজেপি সমর্থক জড়ো হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। সাধারণ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ লাইনে ঢোকার মুখে কর্মী সমর্থকদের পুলিশ আটকালে শুরু হয় ধস্তাধস্তি। পরে সিপি অফিসে বাইরে অবস্থান-বিক্ষভে বসে বিজেপি কর্মীরা। বিজেপির সাংসদ সহ তিনজনের প্রতিনিধিদল চন্দননগর পুলিশ কমিশনার অফিসে গিয়ে এসিপি হেড কোয়ার্টার মৌমিতা দাস ঘোষের কাছে ডেপুটেশন দেন। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট বলেন, সাধারণ মানুষ কেন ভোগ করবে মারধর পাথর বাজি।
পশ্চিমবঙ্গে দুর্গা পুজো কালীপুজো রামনবমী হনুমান জয়ন্তীর পুজো হয়। আমরা সিপির কাছে অনুরোধ জানিয়েছি কেন্দ্রীয় বাহিনী যেন মোতায়েন করা হয় ।হাতজোড় করে মুখ্যমন্ত্রী কাছে অনুরোধ করব সবাইকে হনুমান জয়ন্তী পালন করতে দিন। পুলিশ প্রশাসন যেন সতর্ক থাকে। মুখ্যমন্ত্রী সব সময় বলেন ধর্ম যার যার উৎসব সবার, সেটা যেমন উনি মুখে বলেন কাজেও করা হয়। তিনি সবসময় কেন্দ্রীয় বাহিনীর উপর দোষারোপ করে বলেন, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর খারাপ ও বর্ডারেও কেন্দ্রীয় বাহিনী খারাপ। যখন তিনি নিজেদের মধ্যে গলদ দেখতে পান তখন তিনি কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেন। কেন্দ্রীয় বাহিনী সব সময় তার দায়িত্ব পালন করে তারা যেন সাধারণ মানুষের কে সুরক্ষা দেন।