হুগলি, ১৩ মার্চ:- বেপরোয়া লরি,দিল্লী রোডের উপর পর পর গাড়িতে ধাক্কা। একটি চার চাকা তিনটি বাইককে চাপা দিয়ে ইটের পাজায় গিয়ে আটকে যায় লরিটি। শ্রীরামপুর বাঙ্গিহাটিতে দিল্লীরোডে দূর্ঘটনায় উত্তেজনা। ডানকুনির দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল লরিটি। দূর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। আহত দুইজন। আহতদের শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরেই এলাকায় অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা,
তাদের অভিযোগ সিভিক ভলেন্টিয়ার দিয়ে এখানে যান নিয়ন্ত্রণ করা হয়, রাস্তার পাশে বসে সিভিক ভলেন্টিয়াররা গেম খেলে, ফলে যান চলাচলে তাদের কোন নিয়ন্ত্রণই নেই, তাদের আরও অভিযোগ পয়সা দিলে এই এলাকায় বেআইনি লরি চলতে দেওয়া হয়। বহুবার এ নিয়ে প্রশাসনের দারস্ত হলেও ফল হয়নি। ঘটনার পরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধ শুরু হয় দিল্লি রোডে। ক্রেন নিয়ে লরি সরানোর চেষ্টা করে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।