এই মুহূর্তে জেলা

বালিতে দু:সাহসিক চুরি, গয়না, লক্ষাধিক টাকার সামগ্রী চুরি বলে অনুমান।


হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এবার বালির ১৪ নম্বর পি.কে. গাঙ্গুলী রোডের একটি বাড়িতে। মঙ্গলবার ভোর চারটে নাগাদ ছাদের দরজা ভেঙে তিনটি আলমারি থেকে সোনা ও রূপোর গয়না, নগদ টাকা সহ বহুমূল্য সামগ্রী মিলিয়ে আনুমানিক প্রায় ৪ লক্ষ টাকার উপর চুরি হয় বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে বালি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ওই পরিবারের গৃহবধূ সংযুক্তা দাস বলেন, ছাদের দরজা ভেঙে দুষ্কৃতিরা ঢুকেছিল।

তবে ঘরের দরজা খোলাই ছিল। কিন্তু তা সত্ত্বেও কোনওরকম টের পাননি কেউ। একপ্রকার নিশব্দে লুটপাট চালিয়ে পালিয়ে যায় চোরেরা। সকলে ঘুমিয়ে থাকায় কেউ কিছু টের পায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকায় এরকম ঘটনা এর আগে ঘটেনি। এখনও পর্যন্ত কাউকে ধরা যায়নি। বাড়িতে লোকজন থাকা সত্ত্বেও এমন ঘটনায় আতঙ্কিত সকলে। গৃহবধূর স্বামী ভাস্কর দাস পাশের ঘরেই ছিলেন। তিনিও কিছু টের পাননি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।