এই মুহূর্তে কলকাতা

আলু চাষীদের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণার দাবিতে বিধানসভায় বিক্ষোভ বিজেপির।


কলকাতা, ১৩ মার্চ:- এবছর আলুর বাম্পার ফলনের কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের স্বার্থ সুরক্ষিত করতে অবিলম্বে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করার দাবিতে বিরোধী দল বিজেপি আজ বিধানসভায় বিক্ষোভ দেখায়। এছাড়া আলুচাষিদের সমস্ত স্বল্পমেয়াদী কৃষিঋণ মকুব জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। বিধানসভার বর্ধিত বাজেট অধিবেশনে শেষ দিনে উল্লেখ পর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবিতে সরব হন। জবাবে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকার আলু চাষীদের সঙ্গে আছে। চাষীরা যাতে ক্ষতি গ্রস্হ যাতে না হয় তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকার তাঁদের কাছ থেকে ১০ হাজার মেট্রিক টন আলুকেনার ব্যাবস্হা করেছে।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার দাবি করেন সরকার আলুর ন্যূনতম সহায়ক মূল্য সাড়ে ৬ টাকা ধার্য করার পর এ রাজ্যের আলু চাষিরা ফসলের ভালো দাম পাচ্ছেন। তবে একাংশের ব্যবসায়ী বেশি মুনাফার আশায় উত্তর প্রদেশ থেকে আলু আমদানি করে হিমঘরে রেখেছিলেন। তারাই এখন প্রত্যাশা মত মুনাফা না করতে পেরে ক্ষোভ প্রকাশ করছেন। মন্ত্রীর এই উত্তরে অসন্তুষ্ট বিজেপি বিধায়কেরা সভা থেকে বেরিয়ে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা মাথায় আলুর ঝুড়ি নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন।