এই মুহূর্তে জেলা

বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে বেলুড় মঠের সন্ন্যাসীরা।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- প্রতি বছরের ন্যায় মহা শিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পূজা সারলেন বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা। প্রায় ৪০০ বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যাণেশ্বর বাবার অবস্থান বালির কল্যাণেশ্বরতলায়। কথিত আছে, ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই প্রতীক।

বেলুড় মঠ কর্তৃপক্ষ সেই রীতি মেনে চলেছেন। এদিন বেলুড় মঠের সাধারণ সম্পাদক এবং মঠের বহু সন্ন্যাসী শিবরাত্রির দিন শিবের আরাধনা করেন এখানে।