হুগলি, ১০ ফেব্রুয়ারি:- দুইমাস পর সিঙ্গুরে একই পরিবারের চার জন কে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত যোগেশ প্যাটেল কে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। গত ২রা ডিসেম্বর কাঠের মিলের ভিতর পরিবারের চার জন কে কুপিয়ে খুন করে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত যোগেশ প্যাটেল। মিলের মালিক মাভজি প্যাটেল, ছেলে দীনেশ প্যাটেল, বৌমা অনুসুয়া প্যাটেল ও তাদের ছেলে ভাবিক প্যাটেল কে খুন করে ফেরার ছিল মূল অভিযুক্ত। ঘটনার দিন রাতে কাঠের মিলে ছিল যোগেশের ছোটভাই দীপক প্যাটেল।
ভোর ছটা নাগাদ মিলের পিছনের টিনের শেড টপকে কাঠের মিলে ঢোকে যোগেশ। দোলতায় উঠে মাভজি প্যাটেল কে পিছন দিক মাথায় লোহার ভাড়ি বস্তু দিয়ে আঘাত করে। এরপর দোতলার দরজায় টোকা মেরে ডাকে ছেলে দীনেশ প্যাটেল ও তার স্ত্রী অনুসুয়া কে খুন করে। পরে ঘরে ঢুকে ছেলে ভাবিক প্যাটেল কে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত করে খুন করে। খুনের পর যোগেশ ও তার ভাই দীপক প্যাটেল পালিয়ে গিয়েছিল। পরে পুলিশ দীপক প্যাটেল কে গ্রেফতার করলেও যোগেশ ফেরার ছিল। ধৃত কে আজ চন্দননগর মহকুমা আদালতে তোলা হবে।