এই মুহূর্তে জেলা

শিবরাত্রিতে তারকেশ্বরে ভক্তের ঢল, সারারাত খোলা থাকবে মন্দির, বাড়ানো হয়েছে নিরাপত্তা।

হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- আজ শিবরাত্রি। সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় তারকেশ্বরে। পূর্নাথীরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় দুধ গঙ্গাজল ঢেলে পুজো দিচ্ছেন। শিবরাত্রী উপলক্ষ‍্যে তারকেশ্বর মন্দির সারা রাত খোলা থাকে। আজকের দিনে শিবের পুজোর কোনো ভোগ নিবেদন করা হয়না। শুধুমাত্র ফল, দুধ, ঘি, মধু ও মিষ্টি নৈবিদ্য দেওয়া হয়। কথিত আছে, এই শিবরাত্রির দিন শিব পার্বতীর বিবাহ হয়েছিল। উল্লেখ্য, করোনা সংক্রমনের কারণে তখন রাজ‍্যের অন‍্যান‍্য ধর্ম প্রতিষ্টানের

সাথে সাথে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গর্ভগৃহ খুলে যাওয়ায় পূর্নার্থীরা মন্দিরের গর্ভগৃহে ঢুকে শিবের মাথায় জল ঢেলে পুজো দিচ্ছে। এই রাজ্য ছাড়া ভীনরাজ্য থেকে পূর্ণার্থীরা আসে তারকেশ্বর মন্দিরে। এদিন তারকেশ্বরে লক্ষ্যাধিক পূর্নার্থী সমাগম হয়। এছাড়াও শেওড়াফুলি থেকে বহু ভক্ত গঙ্গা জল বাঁকে করে তারকেশ্বর পায়ে হেঁটে এসেছে। এদিন অশান্তি এড়াতে ও নিরাপত্তার কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে তারকেশ্বর মন্দিরে।