হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- ওদের কারও পোশাকি নাম পার্বতী, কারও নাম লক্ষ্মী। না, ওদের বাড়ি কৈলাশ নয়। বরং এখন ওদের বাড়ি হাওড়ার জয়পুরের চিরনবীন পরিচালিত একটি সরকার সাহায্যপ্রাপ্ত বেসরকারি হোম। কারণ জীবনের ওঠাপড়ায় ওদের এখন কেউ নেই। আইনি অভিভাবক বলতে সরকার। জেলায় জেলাশাসক। শনিবার শিবরাত্রির দিন নতুন ঘর পেল ওরা। অর্থাৎ ওদের সংখ্যা প্রায় ১৮০ জন। ওরা মানসিক ও শারীরিকভাবে পিছিয়ে পড়া।
এতদিন ওদের বসবাস করতে হত ঠাসাঠাসি করে। এবার ঘরের নতুন সংস্থান হল। শনিবার কেন্দ্র ও রাজ্য সরকারি অর্থে পারবাক্সী’তে আধুনিক ত্রিতল ভবনের উদ্বোধন করলেন নারী ও শিশু কল্যান মন্ত্রী শশী পাঁজা। এদিন উপস্থিত ছিলেন হাওড়া জেলাশাসক মুক্তা আর্য, আমতার বিধায়ক সুকান্ত পাল, জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, এই ভবনটি তৈরী হয়েছে প্রায় ১ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে। প্রসঙ্গত, এদিন আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকে অভিনন্দিত তিন কিশোরীকেও সম্মান জানান মন্ত্রী।