এই মুহূর্তে কলকাতা

আর্থিক বছরের জন্য ৭ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ সরকারের।

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ৭ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ৩ লক্ষ ৩৯ হাজার ১৬২ কোটি টাকা। অর্থ দস্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভায় বাজেট পেশ করেন। তিনি বলেন, সাধারণ নিম্নবিত্ত মানুষ এবং যুব প্রজন্ম ের কর্মসংস্থানের উপর জোর দিয়েই বাজেট প্রস্তুত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাজেটকে কর্মসংস্থানমুখী বাজেট বলে উল্লেখ করেন। কর ও রাজস্ব ব্যবস্থায় সরলীকরণের বেশ কিছু নতুন প্রস্তাবের পাশাপাশি বাজেটে মৎস্যজীবী যুব সমাজ এবং চা বাগান শ্রমিকদের জন্য নতুন প্রকল্পের ঘোষনা রয়েছে।। পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ সড়ক পরিকাঠামো মজবুত করতে রাস্তা শ্রী নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী