এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে বাধা, নবান্নের সামনেই তুলকালাম যুবকের।

হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- নিজের পরিবারের ‘দুরবস্থা’র কথা জানাতে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করার বাসনায় এসে বিফল হয়ে নবান্নের সামনেই এক মূক ও বধির যুবক বুধবার আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। এদিন দুপুরে ঘটনাটি ঘটে নবান্নের মূল গেটের সামনে। যদিও কিছু ঘটার আগেই পুলিশ ওই যুবককে তৎক্ষনাৎ সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হলেও শিবপুর থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

জানা গেছে, মূক ও বধিরতার কারণে এদিন সব কিছু পুলিশকে লিখেই জানান ওই যুবক। যুবকের নাম রাজীব মজুমদার(৩৫)। বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ রবীন্দ্রপল্লিতে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে মধ্যমগ্রামে থাকেন। এমনই পরিচয় লেখা ছিল তাঁর খাতায়। খাতার পাতায় আরও লেখা ছিল, “আমি অনেক চিঠি নবান্ন অফিসে জমা দিয়েছি। অনুগ্রহ করে আমি মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে চাই।” পুলিশ এবিষয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেনি। সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।