এই মুহূর্তে জেলা

থানা ছেড়ে জনপ্রতিনিধির ভূমিকায় পুলিশ , অবাক কান্ড পোলবায়।


হুগলি, ১২ ফেব্রুয়ারি:- পুলিশ গ্রামে ঘুরে মানুষের সমস্যা শুনছে, আর তা নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। জানা যায়, পোলবা থানার অফিসার ইনচার্জ অরূপ কুমার মণ্ডল তাঁর সহ কর্মীদের নিয়ে আজ পোলবা থানা এলাকার বিভিন্ন পঞ্চায়েতে ঘোরেন। সরাসরি মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার কথা জানতে চান। রাস্তাঘাট, পানীয় জল সহ অন্যান্য পরিষেবা ঠিকঠাক আছে কিনা তাও গ্রামবাসীদের মুখ থেকে শোনেন পুলিশ আধিকারিকরা। গ্ৰামবাসীদের থেকে সমস্যার কথা শুনে প্রতিকারের বিষয়ে উদ্দ্যোগী হবেন

বলে গ্ৰামবাসীদের আশ্বাস দেন। তবে এই দুয়ারে পুলিশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি হুগলী সংগঠনিক জেলা সাধারন সম্পাদক সুরেশ সাউ এর অভিযোগ পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে জনগণের মধ্যে একটা ভয় সৃষ্টি করাতে চাইছে শাসকদল। পাশাপাশি তৃনমূল নেতা মনোজ চক্রবর্তী বলেন, এতে দোষের কিছু নেই।পুলিশকে মানুষের সাথে মিশে কাজ করতে হবে একথা মুখ্যমন্ত্রী আগেই বলেছেন। পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ বাড়ছে।তার মধ্যে রাজনৈতিক তর্জায় নতুন সংযোজন দুয়ারে পুলিশ।