এই মুহূর্তে জেলা

বিধায়কের হাত দিয়েই বিশ্ব নারী দিবসের উদ্বোধন হলো শ্রীরামপুরে নার্সিং কলেজ।


তরুণ মুখোপাধ্যায় , ৮ মার্চ:- মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই মহতি নারী দিবসের সকালে হুগলির শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হসপিটালে চালু হলো রাজ্য সরকার পরিচালিত একটি নার্সিং কলেজের। এদিন কলেজটির উদ্বোধন করলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়। হুগলি জেলায় সরকার পরিচালিত প্রথম এই নার্সিং কলেজে জয়েন এন্ট্রান্স দিয়ে প্রথম পর্যায়ে ৬০ জন ছাত্র-ছাত্রী বিএসসি নার্সিং কোর্সে এডমিশন নিয়েছেন। আজকের নারী দিবসের এই অনুষ্ঠান লেডি উইথ লাম্প মহীয়সী নারী সোরেন নাইটেঙ্গেল এর প্রতিকৃতিতে মাল্যদান করে ডাক্তার সুদীপ্ত রায় জানান এ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর প্রচুর নার্সিং কলেজ প্রতিটি জেলা জুড়ে কাজ শুরু করেছে।

হুগলি জেলায় সরকার পরিচালিত প্রথম নার্সিং কলেজটি শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে কাজ শুরু করলো। এখানে মেধাবীর ছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পড়াশোনা করতে এসেছেন এবং আধুনিক নার্সিং এর পঠন-পাঠন এখান থেকে ছাত্রীরা পাবেন। এদিকে রাজ্যের বিভিন্ন স্থান থেকে আসা নার্সিং ছাত্রীরা অত্যন্ত খুশি। তারা জানিয়েছেন আমাদের এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কাছ থেকে সবথেকে ভালো পড়াশোনার সুযোগ আমরা পাচ্ছি। এবং এখানকার পারিপার্শ্বিক পরিবেশ অত্যন্ত মনোরম এবং শুধু তাই নয় এখানে আমরা যারা প্রথম ব্যাচের বিএসসি নার্সিং এর পড়াশোনা করতে এসেছি আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, এবং আজকের নারী দিবসে এই উদ্বোধনের মধ্য দিয়ে নারী জাতিকে সম্মান জানানো হল, এবং আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই মহীয়সী নারী যিনি অসুস্থ মানুষদের সেবার জন্য জীবন উৎসর্গ করেছেন সেই ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে। আজকের এই অনুষ্ঠানে নার্সিং কলেজের প্রিন্সিপাল শ্রীরামপুর ওয়ালশ হসপিটালে সুপার সহ অন্যান্য বহু গণ্যমান্য মানুষের বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।