কলকাতা, ২৭ জানুয়ারি:- আগামী মাসেই পেশ হতে চলেছে আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট। চলতি আর্থিক বছরে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতির ভিত্তিতেই বিভিন্ন দফতরকে অর্থ বরাদ্দ করা হবে রাজ্য বাজেটে। তাই বাজেট পেশ হওয়ার আগে বিভিন্ন সরকারি দফতরের কাজ কর্ম ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে চান মুখ্যমন্ত্রী। তাই আগামী সপ্তাহে রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠকে বসছেন তিনি। আগামী ৩ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বৈঠকে সমস্ত দফতরের সচিব, জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার সহ প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর ভার্চুয়াল নয়, এবার সশরীরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী। তাই ৩ ফেব্রুয়ারি দুপুর দুটোর সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রত্যেকটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপার এবং প্রত্যেকটি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবদের হাজির থাকার জন্য ইতিমধ্যেই নির্দেশ গিয়েছে নবান্ন থেকে।জানা গিয়েছে দফতর ধরে ধরে উন্নয়নের কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। জেলাওয়ারী সরকারি প্রকল্পের কাজকর্ম পর্যালোচনা করবেন তিনি। তাই জেলা থেকে জেলাশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা শাসকদের বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।