এই মুহূর্তে কলকাতা

ব্যাঁটরায় ভুয়ো কল সেন্টারে গোয়েন্দা পুলিশের হানা, আটক ২।

হাওড়া, ৭ ফেব্রুয়ারি:- ব্যাঁটরায় ভুয়ো কল সেন্টারে গোয়েন্দা পুলিশের হানা। আর্থিক প্রতারণার হদিস। আটক ২।ভুয়ো ওই কল সেন্টারে অভিযান চালিয়ে আর্থিক প্রতারণার হদিশ পেয়েছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মধ্য হাওড়ার কদমতলা এলাকার ইছাপুরে একটি আবাসনে হানা দেয় হাওড়া সিটি পুলিশের একটি দল। সেখান থেকে আটক করা হয়েছে ২ জনকে। পুলিশ জানিয়েছে, ব্যাঁটরা থানা এলাকায় কল সেন্টারের নামে সেখানেই চলছিল আর্থিক প্রতারণার মতো অবৈধ কাজ।

অনেকদিন ধরেই পুলিশের কাছে আসছিল অভিযোগ। গোপন সূত্রে পুলিশ ও গোয়েন্দারা জানতে পারেন ব্যাঁটরা থানা এলাকার ইছাপুরের ১৮/১, ওই চারতলা আবাসনের ২ তলায় চলছে ওই অবৈধ কারবার। খবর পাওয়া পরই মঙ্গলবার দুপুরে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ, সাইবার ক্রাইম ও ব্যাঁটরা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সেখান অভিযান চালিয়ে ২ জন কল সেন্টার কর্মীকে আটক করা হয়। এদের জিজ্ঞাসাবাদ চলছে।