কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- বাংলাভাগের চক্রান্ত কোনও ভাবেই বরদাস্ত করা হবেনা বলে দ্বার্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবির ও বিচ্ছিন্নতাবাদীদের কড়া বার্তা দিতে এবার রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে ফের বাংলা ভাগের বিরুদ্ধে কড়া বার্তা দেবে রাজ্য সরকার। আগামী ১৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী এই প্রস্তাব আনা হবে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব গ্রহণ করলে শাসক পক্ষ বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা করবে অধিবেশনে। মঙ্গলবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের কর্মসূচি ঠিক করতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসেছিল বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও বিধানসভায় ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’ পাশ হয়েছে। ২০১৭ সালে। তখন অবশ্য বিরোধী বেঞ্চে মাত্র ৩জন বিজেপি বিধায়ক ছিলেন। আর প্রধান বিরোধী দল ছিল কংগ্রেস।
আগামী ৮ ফেব্রুয়ারি, বুধবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বুধবার দুপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়ে শুরু হবে ই অধিবেশন। পর দিন বৃহস্পতিবার একদিনের জন্য অধিবেশনের কাজকর্ম পুরো বন্ধ রাখা হবে। আবারও অধিবেশন বসবে শুক্রবার। ওই দিন রাজ্যপালের বাজেট বক্তৃতার উপর আলোচনা হবে। তার পরেই ১৩ তারিখ আনা হবে বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তাব। এই বিষয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আমাদের সরকার লক্ষ করেছে যে, পশ্চিমবঙ্গকে ভাঙার চক্রান্ত করা হচ্ছে। সেই চক্রান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে যাঁরা রয়েছেন তাঁদের বিরুদ্ধে আমরা বিধানসভায় প্রস্তাব আনব। ওই দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির থাকার সম্ভাবনা রয়েছে। তাই ১৩ ফেব্রুয়ারি, সোমবার তৃণমূলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতে বলা হয়েছে।’