হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- হাওড়ার বাগনানে ঝাড়খন্ডের অভিনেত্রী খুনের ঘটনার তদন্তে নেমে এবার উদ্ধার হলো খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। বাগনানের চন্দ্রপুরে ঝাড়খন্ডের অভিনেত্রী ইশা আলিয়া খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে বাগনান থানার পুলিশ। সোমবার সকালে ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরের একটি ঝোপের মধ্যে থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। প্রসঙ্গত এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ইশার স্বামী ও তার দেওর ও দুই বন্ধুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে খুনের স্থল বাগনানের মহিষরেখা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্র। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বাগানের চন্দ্রপুরের কাছে ১৬নং জাতীয় সড়কে খুন হন ঝাড়খন্ডের ইউটিউবার অভিনেত্রী রিয়া কুমারী। এই খুনের তদন্ত করতে পুলিশ এখনও পর্যন্ত ৪জনকে গ্ৰেপ্তার করেছে। এদিন সোমবার চন্দ্রপুরের কাছে তল্লাশি চালিয়ে খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। সেটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।