এই মুহূর্তে কলকাতা

শিশুদের করোনা সংক্রমন আটকাতে বিশেষ সতর্কতামূলক ব্যাবস্থা নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ৩ মে:- করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ এবং এতে শিশু ও সদ্যোজাতদের বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রাখতে স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতার সব মেডিকেল কলেজ হাসপাতাল গুলিকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। শিশু এবং সদ্যোজাতদের চিকিৎসা বিধির খসড়া তৈরি করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হচ্ছে। যারা চিকিৎসা বিধির পাশাপাশি শিশুদের মধ্যে করোনা ছড়িয়ে পড়া রুখতে প্রয়োজনীয় পথনির্দেশ দেবে।

এছাড়া প্রত্যেকটি হাসপাতালে পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা পিকু, সদ্যজাতদের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিকু, অসুস্থ সদ্যোজাতদের বিশেষ চিকিৎসা ইউনিট বা এস এন সি ইউ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার প্রত্যেকটি সুপার স্পেশালিটি হাসপাতালকেও একই রকমের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। যেখানে যেখানে সম্ভব সেখানে শিশুদের চিকিৎসার জন্য শয্যা সংখ্যা বাড়ানোর জন্য উদ্যোগী হতে ও জেলার স্বাস্থ্য কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের ইউনিটগুলোতে কোথাও কোনো খামতি থাকলে বা ঘাটতি থাকলে অবিলম্বে তা স্বাস্থ্য দফতরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।